আমি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ছোট গ্রামের ছেলে, নাম কবির। আমাদের এলাকাটা কৃষিপ্রধান এলাকা, তাই গ্রামের সব লোকই বলতে গেলে কৃষিজীবী। আমার বাবা ও তার ব্যাতিক্রম নয়। আমার দাদুর কাছ থেকে আমার বাবা উত্তরাধিকার সুত্রে পেয়েছিলেন মাত্র ২ বিঘা জমি, সেটাকে নিজের পরিশ্রমে আমার বাবা করেছিলেন ১২ বিঘা। আমাদের গ্রামতা খুব খরা প্রবন এলাকায় অবস্থিত, তাই পানির সংকট খুব বেশি, গ্রামের মাঠে তাই যেসব ফসল খরাতে বাচতে পারে, সেসব ফসলই করা হয়। আমাদের বাড়ি একটা বিশাল বড় মাঠের এক ধারে অবস্থিত, ঘরের সামনে থেকে আশেপাশে সবগুলি মাঠই আমার বাবার, সেগুলিতে, কখন ও গম, কখন ও ভুট্টা, কখন ও আখ, কখন ও শাকসব্জির চাষ হয়। আমার বাবা খুব পরিশ্রমী লোক, দিনরাত ক্ষেতের পিছনেই সময় ব্যয় করেন, শারীরিক দিক থেকে উনি ও বেশ শক্তিশালী, লম্বা চওড়া শরীরের লোক। আমি নিজে ও এখন ১৯ বছর বয়সে একদম ৬ ফুট লম্বা তাগড়া জওয়ান হয়ে উঠেছি। গ্রামের স্কুলেই আমি স্কুল ফাইনাল দিয়ে, এখন বাড়ীর কাছের একটা কলেজে ১২ ক্লাসে নতুন ভক্তি হয়েছি ২ দিন গিয়েছি। কলেজের লেখাপড়া বাদে বাকি সময়টা আমি মা এর সাথেই সময় কাটাই, তবে মাঝে মাঝে আমিও বাবা...
ভাই একটা অনুরোধ, খালি নিজে খিচলেই হয় না। দুই একটা কমেণ্টস করুন আর অন্যকে খিচতে উদবুদ্ধ করুন।